
মাতাবাড়িতে পুননির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী
আগরতলা, ২২ সেপ্টেম্বর : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদয়পুরের মাতাবাড়িতে পুননির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন করলেন। উন্নত মন্দির প্রাঙ্গণ উন্মোচনের পর প্রধানমন্ত্রী পবিত্র মন্দিরে পূজা করেন। অরুণাচল প্রদেশ থেকে বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এরপর প্রধানমন্ত্ৰী গোমতী জেলার পালাটানার ওটিপিসি হেলিপ্যাডে যান। সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে স্বাগত জানান। পালাটানা থেকে সড়কপথে মন্দিরে যাওয়ার সময় হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মাতাবাড়িতে সাংসদ বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ
















